সকল মেনু

ন্যাটোর জেট বিমান ইউক্রেন সমস্যা পর্যবেক্ষণ করবে

ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১১ মার্চ :  পোল্যান্ড ও রোমানিয়ার আকাশ সীমান্ত থেকে বিমানের মাধ্যমে ইউক্রেনের সমস্যা পর্যবেক্ষণ করবে ন্যাটো। তবে ন্যাটোর অন্তর্ভুক্ত অঞ্চলগুলোতে বিমানগুলো অবস্থান করবে বলে সোমবার জানিয়েছেন ন্যাটো প্রতিনিধি। গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণার পরই এই আকাশসীমা নজরে রাখার সিদ্ধান্ত নেয় ন্যাটো। ইউক্রেন ন্যাটো সদস্য না হলেও ইউক্রেনের ক্রিমিয়াতে রাশিয়ার হস্তক্ষেপ ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলোর জন্য হুমকি হতে পারে বলে মনে করছে ন্যাটো। রাশিয়া ও স্থানীয় সেনাদের ক্রিমিয়ার সিমফারপুলের একটি সামরিক হাসপাতাল দখলের ঘণ্টাখানেক পরই আকাশপথে নজরদারির এই ঘোষণা দেয় ন্যাটো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top