সকল মেনু

স্যামসাং স্মার্টফোন কিস্তিতে পাওয়া যাবে

 তথ্যপ্রযুক্তি প্রতিবেদক,ঢাকা, ১০ মার্চ :  ক্রেতাদের জন্য কিস্তিতে স্মার্টফোন কেনার বিশেষ সুবিধা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। ফলে সহজেই স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস ২, গ্যালাক্সি গ্রান্ড নিও, গ্যালাক্সি গ্র্যান্ড ২, গ্যালাক্সি এস ফোর মিনি, গ্যালাক্সি এস ফোর, গ্যালাক্সি ট্যাব থ্রি, গ্যালাক্সি নোট ৮.০, গ্যালাক্সি নোট ২ এবং গ্যালাক্সি নোট থ্রি- এর মত আকর্ষণীয় স্মার্ট ডিভাইসগুলো ইমআই বা কিস্তিতে কেনার সুযোগ থাকছে।

গ্রাহকরা মাসিক কিস্তির সুবিধা উপভোগ করতে পারবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের সাহায্যে।

এই সুবিধার আওতায় গ্যালাক্সি এস ডুয়োস ২ পাওয়া যাচ্ছে ১৩,৯০০ টাকায় (প্রতি মাসে ৪,৬৩৩ টাকায় ৩ মাসের কিস্তিতে), গ্যালাক্সি গ্রান্ড নিও পাওয়া যাচ্ছে ২১,৯০০ টাকায় (প্রতি মাসে ৩,৬৫০ টাকায় ৬ মাসের কিস্তিতে), গ্যালাক্সি গ্র্যান্ড ২ পাওয়া যাচ্ছে ২৮,৫০০ টাকায় (প্রতি মাসে ৪,৭৫০ টাকায় ৬ মাসের কিস্তিতে), গ্যালাক্সি এস ফোর মিনি পাওয়া যাচ্ছে ৩৭,০০০ টাকায় (প্রতি মাসে ৬,১৬৭ টাকায় ৬টি মাসিক কিস্তিতে), গ্যালাক্সি এস ফোর পাওয়া যাচ্ছে ৫৫,০০০ টাকায় (প্রতি মাসে ৯,১৬৭ টাকায় ৬টি মাসিক কিস্তিতে), গ্যালাক্সি ট্যাব থ্রি পাওয়া যাচ্ছে ২৭,০০০ টাকায় (প্রতি মাসে ৪,৫০০ টাকায় ৬টি মাসিক কিস্তিতে), গ্যালাক্সি নোট ৮.০ পাওয়া যাচ্ছে ৪৫,০০০ টাকায় (প্রতি মাসে ৭,৫০০ টাকায় ৬ মাসের কিস্তিতে) এবং গ্যালাক্সি নোট ২ পাওয়া যাচ্ছে ৪৭,০০০ টাকায় (প্রতি মাসে ৭,৮৩৩ টাকায় ৬ মাসের কিস্তিতে)।

এছাড়া স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল গ্যালাক্সি নোট থ্রি ১০% ডিসকাউন্টে ৬২,৯১০ টাকায় কেনা যাবে। এই ডিভাইসটি প্রতি মাসে ৫,২৪৩ টাকা দিয়ে ১২টি মাসিক কিস্তিতে কিনতে পারবেন গ্রাহকরা। উপহার হিসেবে সঙ্গে থাকছে একটি ফ্রি ফ্লিপ কভার।

স্মার্ট ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল স্যামসাং স্টোরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top