সকল মেনু

দেশে প্রথম অস্থিমজ্জা প্রতিস্থাপন

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ১০ মার্চ :  দেশে প্রথম সফলভাবে অস্থিমজ্জা (বোন ম্যারো) প্রতিস্থাপন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সোমবার এক ব্যাংক কর্মকর্তার দেহে সফলভাবে এই অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়।

হাসপাতালের চিকিৎসক অধ্যাপক এম এ খান এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক বিমলাংশু দের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল এই জটিল অস্ত্রোপচার করে।

অধ্যাপক ডা. এম এ খান বলেন, ‘সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। এখন থেকে দেশেই এ ধরনের অপারেশন করানো যাবে। এর জন্য ব্যয় হবে ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা। তবে আজ যার অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে, তার খরচ হয়েছে ৫ লাখ টাকা।’

চিকিৎসকরা সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন করার পর স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ সাফল্য আমাদের দেশে নিঃসন্দেহে একটি মাইলফলক। ভবিষ্যতে এ ধরনের কাজে চিকিৎসকদের আরো বেশি উৎসাহিত করা হবে।’

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top