সকল মেনু

বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল আবশ্যক : ওআইসি মহাসচিব

 নিজস্ব প্রতিবেদক, গাজীপুর, ১০ জানুয়ারি :  অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইয়াদ বিন আমিন মাদানি বলেছেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল থাকা আবশ্যক।’

সোমবার দুপুরে তিনি গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনে আসেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার সময় এ কথা বলেন।

আইইউটি পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারিক আহসান এবং আইইউটির উপাচার্য ড. এম ইমতিয়াজ হোসেনসহ বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী।

আইইউটির রেজিস্টার মো. আহসান হাবিব বলেন, ওআইসির মহাসচিব বলেছেন যে, সব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল থাকা আবশ্যক। আবাসিক হল থাকলে শিক্ষার মান ভালো হয়। শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করতে পারেন।

উল্লেখ্য, আইইউটিতে ছাত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা না থাকায় ছাত্রী ভর্তি করা হয় না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top