সকল মেনু

গাজীপুরে ট্রমা সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন- সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল

 জেলা প্রতিবেদক, গাজীপুর, ৯ মার্চ : গাজীপুরে ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের নির্মাণ শুরু হলো।

রোববার দুপুরে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তফা কামাল সভাপতিত্ব করেন উদ্বোধনী অনুষ্ঠানে। বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. শাহ আলম শরীফ, গাজীপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা প্রমুখ।

জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে বিশেষ জেলায় উন্নীত করেছেন। সিটি করপোরেশন করেছেন। ৫০০ শয্যায় উন্নীত করেছেন গাজীপুর সদর হাসপাতালকে।’

তিনি আরো বলেন, ‘গাজীপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ট্রমা সেন্টার নির্মাণ করা হচ্ছে। চলমান এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হলে চিকিৎসাসেবার জন্য মানুষকে জেলার বাইরে আর যেতে হবে না।’

৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটি ১০ তলা বিশিষ্ট হবে। এটি নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান নূরানী কন্সট্রাকশন লিমিটেড। নির্মাণ কাজ শেষ হবে ২০১৫ সালে। এতে থাকবে অত্যাধুনিক সিসিইউসহ সব ধরনের সুযোগ-সুবিধা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top