সকল মেনু

প্রবাসী আওয়ামীলীগের আলোচনা সভায়- ড. আবদুস সোবহান গোলাপ

 হটনিউজ ডেস্ক,ঢাকা:  মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বাঙালি জাতির উদ্দেশ্যে এক দিক নির্দেশণামূলক বক্তব্য রাখেন। সেই ঐতিহাসিক বক্তব্যের পর বাঙালি জাতি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে জয়লাভের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। তারই আলোকে প্রবাসী আওয়ামী লীগ ধানমন্ডি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত অ্যাডভোকেট সানজিদা খানম এমপি। উপস্থিত ছিলেন রফিকুললাহ, বজলুল রশিদ বুলু, জাকির হোসেন, জাহানারা বাশার, এস এম হাসান, শাকিল খান পান্না, শাহানারা রহমান, ফিরোজ আহমেদ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রবাসী আওয়ামী লীগের প্রধান সমন্বয়কারী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন মহামুদ আল ফারুক (প্রিন্স)।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুস সোবহান গোলাপ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মান গড়ার লক্ষে প্রবাসী আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারই একমাত্র পারে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, জঙ্গিবাদ মুক্ত ও ডিজিটাল বাংলাদেশ গড়তে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top