সকল মেনু

শাহজালালে তিন কেজি সোনাসহ একজন আটক

ঢাকা,৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি সোনার বারসহ শাহীন নামের এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে তাকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তাকে বিমানবন্দর  থানায় সোপর্দ করা হয়েছে।

এ প্রসঙ্গে শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, শনিবার রাতে বিমানবন্দরের ভেতরে শাহীনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশির পর মোজা স্ক্যানিং করা হলে ৩০টি সোনার বার পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সোনা দুবাই থেকে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শাহীনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলোর ওজন সোয়া তিন কেজি। উদ্ধারকৃত এসব সোনার আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা বলে জানান তিনি। শাহীনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় । এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top