সকল মেনু

নিরক্ষরমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা ৯ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিরক্ষরমুক্ত দেশ হিসাবে গড়ে তোলা জন্য কাজ করে যাচ্ছে সরকার। আওয়ামীলীগ যখনি ক্ষমতায় আসে তখনি শিক্ষা খাত বেশী গুরুত্ব পায়। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিশুরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। প্রযুক্তির ব্যবহারের  মাধ্যমে তারা ডিজিটাল বাংলাদেশ গড়বে। আমরা মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছি। এবার প্রাথমিক পর্যায়ে তা বাধ্যতামূলক করা হবে।

তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক উৎপাদমুখী শিক্ষার জন্য জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে।  প্রধানমন্ত্রী বলেন, আমরা ২৬, ১৯৩ প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছি। এসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top