সকল মেনু

২৩৯ যাত্রীসহ মালয়েশীয় বিমান সাগরে বিধ্বস্ত

ঢাকা, ৮ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ২৩৯ আরোহীসহ মালয়েশীয় বিমানটি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ভিয়েতনামের গণমাধ্যমে খবর এসেছে।
ভিয়েতনামের নৌ কর্মকর্তা অ্যাডমিরাল নভো ভ্যান পাতকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, এই মুহূর্তে ঘটনাস্থলে উদ্ধারকারী নৌযান না থাকায় ফু কুক দ্বীপে খবর পাঠানো হয়েছে।
তবে সাগরের ঠিক কোথায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি নভো ভ্যান পাত।মালয়েশিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে ১টায় বিমানটি ১৩ দেশের ২৩৯ যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।
বেইজিংয়ের উদ্দেশে যাত্রার পর এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত পৌনে ৩টায় বোয়িং ৭৭৭-২০০ সিরিজের বিমানটি ভিয়েতনামের আকাশসীমায় নিখোঁজ হয়। সকাল সাড়ে ৬টায় চীনের রাজধানীতে বিমানটির পৌঁছানোর কথা ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top