সকল মেনু

নারীদের ঘরে বসিয়ে রাখা যাবে না : প্রধানমন্ত্রী

ঢাকা, ৮ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম ধর্মে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে। বিবি খাদিজা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে নারীর অধিকারের পথ সুগম করে দিয়েছেন। তাই ধর্মের দোহাই দিয়ে নারীদের ঘরে বসিয়ে রাখা যাবে না।

শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাই অর্ধেক জনসংখ্যাকে অকার্যকর রেখে কোনো দেশের এগিয়ে যাওয়া সম্ভব নয়। নারীরা বিশ্বব্যাপী ত্রিমাত্রিক দায়িত্ব পালন করছেন। নারীকে সুরক্ষায় আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে বিভিন্ন অঙ্গীকার করেছে।  প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, বিশ্ববিদ্যালয় উপাচার্য সব ক্ষেত্রে আমরা নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, নির্যাতিত নারী ভাতা, দরিদ্র ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করা শুরু হয়েছে। এতে নারীরা অর্থনৈতিকভাবে অনেকটা সচ্ছল হয়ে উঠেছেন।

তিনি আরো বলেন, দুস্থ শিশু তহবিল গঠন করা হয়েছে। এ ছাড়া সন্তানের পরিচয়ে মায়ের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top