সকল মেনু

ভারতীয় যুদ্ধ জাহাজে আবার দুর্ঘটনা: এবার প্রাণ হারালেন কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক, ৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজে দুর্ঘটনায় এক নৌ কমান্ডার মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মুম্বাইয়ের মাঝাগাঁও বন্দরে আজ (শুক্রবার) স্থানীয় সময় দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আইএনএস কোলকাতা নামের এ ডেস্ট্রয়ারটি এখনো আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয়নি।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবরে জানা গেছে, নিহত কমান্ডারের নাম কুনাল ভাদওয়া। যুদ্ধ জাহাজটির ইঞ্জিন রুমের অগ্নি নির্বাপণ ব্যবস্থায় গোলযোগের কারণে প্রাণ হারিয়েছেন তিনি।

নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটির কার্বন-ডাই-অক্সাইড ইউনিটে সমস্যার কারণে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। যার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কয়েকজন নৌ কর্মকর্তা। পরে তাদের মধ্যে একজন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ভারতের সবচেয়ে অত্যাধুনিক রণতরী আইএনএস কোলকাতা কয়েক সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে। বর্তমানে মুম্বাইয়ে এ জাহাজের পরীক্ষামূলক ততপরতা চলছে। গাইডেড শ্রেণীর এ জাতীয় ডেস্ট্রয়ার ভারত তৈরি করছে। ভারতে আইএনএস কোচি এবং আইএনএস চেন্নাই নামে একই শ্রেণীর অপর দুইটি ডেস্ট্রয়ার তৈরির কাজ চলছে।

ভারতে দু`টি সাবমেরিনে মারাত্মক দুর্ঘটনাসহ ছোটবড় প্রায় ২৪টি দুর্ঘটনার নৈতিক দায়িত্ব গ্রহণ করে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ডি কে জোশী পদত্যাগ করার কয়েক দিনের মধ্যেই নতুন করে এ দুর্ঘটনা ঘটল।

নৌবাহিনীর যুদ্ধজাহাজে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গত বছরের ১৪ আগস্ট। ওই দিন মুম্বাই বন্দরে আইএনএস সিন্ধুরক্ষক ডুবে গেলে ১৮ জন মারা যান। গত ২৬ ফেব্রুয়ারি নৌবাহিনীর ডুবোজাহাজ আইএনএস সিন্ধুরত্নে বিস্ফোরণে আগুন লেগে আহত হন সাত জন নৌসেনা জওয়ান। নিখোঁজ হন দুই অফিসার।

আজকের দুর্ঘটনার পর ভারতের রণতরী নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দক্ষতা নিয়ে নতুন করে নানা প্রশ্নের সৃষ্টি হবে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মনে করছে।(রেডিও তেহরান)

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top