সকল মেনু

সংলাপ ও আগাম নির্বাচনে সুরঞ্জিতের ৩ শর্ত

ঢাকা, ৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আগাম নির্বাচন ও সরকারের সঙ্গে সংলাপ চাইলে এ সরকারকে বৈধতা দেয়াসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি শর্ত মানতে হবে।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেয়ার সময় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।

তিনি বলেন, শর্ত না মানলে কোন অবস্থাতেই আগাম নির্বাচন ও সংলাপ অনুষ্ঠিত হবে না।
এ সময় তিনি এক এক করে তিনটি শর্ত উল্লেখ করেন।

শর্তগুলো হলো, প্রথমত ৭ মার্চ বঙ্গবন্ধুর দেয়া ভাষণকে স্বাধীনতার ঘোষণা মানতে হবে। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুকে জাতিরজনক মানতে হবে এবং তৃতীয়ত, এই সরকারকে বৈধতা দিতে হবে।

সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির নেতা খালেদা জিয়া ও বি চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি আমাদের শর্তগুলো না মানেন তাহলে আগাম নির্বাচনও হবে না, সংলাপও হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top