সকল মেনু

বাহারাইনে দগ্ধ ৩ বাংলাদেশির লাশ আসছে শনিবার সন্ধ্যায়

ঢাকা, ৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : সম্প্রতি বাহারাইনে আগুনে পুড়ে মারা যাওয়া ৩ বাংলাদেশির লাশ দেশে আসছে শনিবার সন্ধ্যায়। বাহারাইন থেকে দুবাই হয়ে ইকে ৮৩৬ ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের লাশ পৌঁছাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিন বাংলাদেশী হলেন : মোশাররফ হোসেন, পিতা : মৃত নাজির আহম্মেদ, গ্রাম : রামপুর, উপজেলা: বুড়িচং, জেলা : কুমিল্লা, পাসপোর্ট নং : W0625047

জালাল, পিতা : গফুর মিঞা, গ্রাম : রামপুর, উপজেলা : বুড়িচং, জেলা : কুমিল্লা, পাসপোর্ট নং : AC9570483

দুলাল, পিতা : সিদ্দিকুর রহমান, গ্রাম : কাঁচারিতলা, উপজেলা : বুড়িচং, জেলা : কুমিল্লা, পাসপোর্ট নং : B1265050

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বাহরাইনের রাজধানী মানামার মাখারকা এলাকায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকান্ডে এ তিন বাংলাদেশি মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top