সকল মেনু

বার্সা ছেড়ে ম্যানসিটিতে যাচ্ছেন মেসি?

স্পোর্টস ডেস্ক , ৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বার্সেলোনার জার্সির বদলে অন্য ক্লাবের জার্সি পরে খেলতে নামছেন লিওনেল মেসি; এমন দৃশ্য ভুলেও কল্পনা চাইবে না বার্সা সমর্থকেরা।কিন্তু বার্সা ছেড়ে চলে যেতে পারেন মেসি, এমন রিপোর্টই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদপত্র এল কনফিডেনশিয়াল।

এল কনফিডেনশিয়ালের বৃহস্পতিবারের সংস্করণে লেখা হয়েছে, মেসিকে পেতে ২০০ মিলিয়ন ইউরোও খরচ করতে রাজি ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটি। মেসির সাথে বার্সার সম্পর্ক নিয়ে উল্লেখ করেছে নু ক্যাম্পে ‘লা মাসিয়ের’ বন্ধুদের সাথেও বনিবনা ভাল হচ্ছেনা তার। এমনকি মেসি নিজেও নাকি চাইছেন বার্সা ছেড়ে চলে যেতে। আর্জেন্টাইন জাদুকরের পিতা জর্জ মেসিও নাকি পুত্রের জন্য নতুন ক্লাবের সন্ধানে নেমেছেন!

রিপোর্টটিতে আরও উল্লেখ আছে, ফ্রেঞ্চ ক্লাব পিএসজিও নাকি মেসিকে কিনতে আগ্রহ প্রকাশ করছে। পিএসজি সুইডিশ ফরওয়ার্ড ইব্রাহিমোভিচকে বিক্রি করে শূন্যস্থান পূরণ করবে মেসিকে কিনে। ম্যানসিটি-পিএসজি দুটো ক্লাবই মেসির ‘বাইআউটক্লস’ ২০০ মিলিয়ন ইউরো দিতে সম্মত। মেসিকে আকৃষ্ট করতে মৌসুমে ২৫ মিলিয়ন ইউরোর লোভনীয় বেতনের প্রস্তাব করতে যাচ্ছে। তবে বার্সা কর্তৃপক্ষও নাকি চাচ্ছে পাকাপোক্ত ভাবে নতুন চুক্তি করে মেসিকে বেশিদিনের জন্য ধরে রাখতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top