সকল মেনু

তুরস্কে নিষিদ্ধ হতে যাচ্ছে ফেসবুক ও ইউটিউব

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : সামাজিক গণমাধ্যমে দুর্নীতি কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তুরস্কে ফেসবুক ও ইউটিউব নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রেচেপ তায়েপ এরদোগান।

বৃহস্পতিবার রাতে দেশটির এটিভি টেলিভিশকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, ৩০ মার্চের পর এ ব্যাপারে নতুন করে সিদ্ধন্ত নেয়া হবে। খবর এএফপি’র।

তবে, দেশটির সরকার ইতোমধ্যেই ইন্টারনেট নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে।

সমপ্রতি বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ব্যাপারে এরদোগান ও তার ছেলের মধ্যকার কথোপকথনের একটি অডিও ফাঁস হয় ইন্টানেটে। এরপর থেকে এরদোগানের নেতৃত্বাধীন ‘জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি’ বেশ চাপের মুখে পড়ে।

অবশ্য এরদোগান ওই কথোপকথনের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, অনুষ্ঠিতব্য ৩০ মার্চের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দল তার বিরুদ্ধে অনৈতিক প্রচারণা শুরু করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top