সকল মেনু

এইডস চিকিৎসা হবে ওষুধেই!

স্বাস্থ্য প্রতিবেদক, ৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : এইডস নিয়ে ভয়াবহ দুশ্চিন্তা সম্ভবত কাটতে যাচ্ছে। দীর্ঘ সময়ের গবেষণার সুফল পেতে যাচ্ছেন চিকিৎক বিজ্ঞানীরা। আমেরিকার একদল বিশেষজ্ঞ আশা করছেন ওষুধেইে এইডস চিকিৎসা সম্ভব হবে।

ঘটনাটি আমেরিকার বস্টনে। নয় মাসের এক শিশু এইচআইভি পজিটিভ। তার চিকিৎসার ব্যবহার করা হলো সেই আংখিত ওষুধ। এতে সেরে উঠেছে এইচআইভি পজিটিভ শিশুটি ৷ এই ঘটনার পর ওষুধে এইডস এর চিকিত্সা সম্ভব বলেই দাবি করছেন আমেরিকার একদল বিশেষজ্ঞ৷

এইচআইভি পজিটিভ শিশুটির জন্মের চার ঘণ্টার মধ্যেই চিকিত্সা শুরু হয়েছিল৷ এখন তার ন’মাস বয়স৷ শিশুটি এই মুহূর্তে এইচআইভি নেগেটিভ বলেই মনে করছেন চিকিত্সকেরা৷

এই ঘটনাটিই প্রথম নয়৷ মিসিসিপিতেও এইচআইভি আক্রান্ত এক শিশুর চিকিত্সা শুরু হয় তার জন্মের পর পরই ।সাড়ে তিন বছরের সেই শিশুও এখনও সুস্থ৷ তবে ওষুধ খেয়ে যেতে হচ্ছে তাকে৷

এই দুটি ঘটনা চিকিত্সা বিজ্ঞানে নতুন পথের সূচনা করতে যাচ্ছে বলেই দাবি বিশেষজ্ঞদের৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top