সকল মেনু

সরকারকে আলোচনার প্রস্তাব দেওয়ার অনুরোধ বিকল্পধারার

ঢাকা, ৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম)  : সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। এছাড়া, দ্রুত জাতীয় নির্বাচন দাবিতে যুগপৎ আন্দোলনের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে দল দুটি। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বৈঠক করেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দাবিতে বিএনপি ও বিকল্পধারা এক সঙ্গে আন্দোলন করবে। এটা জোটবদ্ধভাবে হতে পারে আবার যুগপৎ হতে পারে, অথবা আলাদাভাবেও হতে পারে।’ বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান বলেন, ‘ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে তা অবৈধ। দেশে এখন দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। এজন্য আমরা সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিতে বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানিয়েছি।’ এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজর (অব.) মান্নান বলেন, ‘আমরা মনে করি বর্তমান অবস্থায় আলোচনা ছাড়া কোনো উপায় নেই।’ ১৯ দলীয় জোটে বিকল্পধারা যোগ দেবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জোটে যোগদানের প্রশ্ন ওঠে না। তিনটি দল নিয়ে আমাদের জোট রয়েছে। আন্দোলনের মূল বিষয়টি হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top