সকল মেনু

জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন

হটনিউজ২৪বিডি.কম ডেস্ক, ঢাকা, ৬ মার্চ : বাংলাদেশ আওয়ামী লীগ (দশম জাতীয় সংসদ নির্বাচন-২০১৪) সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমপি’র সরকারি বাসভবন গণভবনে গতকাল ৫ মার্চ ২০১৪ রাত ৮টায় আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এমপি।

উক্ত সভায় সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়। উল্লেখ্য যে , ৮২২ জন মনোনয়ন লাভের জন্য আবেদন করেছিলেন। আবেদনগুলো বোর্ড সভায় পুঙখানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। প্রার্থীদের রাজনৈতিক জীবন, জনসম্পৃক্ততা ও দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁদের অবদান ইত্যাদি বিবেচনা করে সর্বসম্মতভাবে নিম্নোক্ত প্রার্থীদের মনোনয়ন চূূড়ান্ত করা হয়।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নামের তালিকা

ক্রমিক নাম
১. মোছা. সেলিনা জাহান লিটা
২. অ্যাডভোকেট সফুরা বেগম রুমী
৩. অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া
৪. অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি
৫. বেগম আখতার জাহান
৬. সেলিনা বেগম স্বপ্না
৭. সেলিনা আখতার বানু
৮. লায়লা আরজুমান বানু
৯. শিরিন নাঈম (পুনম)
১০. কামরুল লায়লা জলি
১১. হেপী বড়াল
১২. রিফাত আমিন
১৩. নাসিমা ফেরদৌসী
১৪. আলহাজ্ব মিসেস লুৎফুন্নেছা
১৫. মমতাজ বেগম অ্যাডভোকেট
১৬. অ্যাডভোকেট তারানা হালিম
১৭. মনোয়ারা বেগম
১৮. মাহজাবিন খালেদ
১৯. ফাতেমা জোহরা রানী
২০. আলহাজ্ব দিলারা মাহবুব আসমা
২১. ফাতেমা তুজ্জহুরা
২২. ফজিলাতুন নেসা ইন্দিরা
২৩. পিনু খান
২৪. সানজিদা খানম
২৫. সাবিনা আক্তার তুহিন
২৬. রহিমা আক্তার
২৭. অ্যাডভোকেট হোসনে আরা (বাবলী)
২৮. কামরুন নাহার চৌধুরী (লাভলী)
২৯. নীলুফার জাফর উল্লাহ
৩০. রোখসানা ইয়াসমিন ছুটি
৩১. অ্যাডভোকেট নাভানা আক্তার
৩২. আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী
৩৩. শামছুন নাহার বেগম অ্যাডভোকেট
৩৪. ফজিলাতুন নেসা বাপ্পী
৩৫. ওয়াসিফা আয়শা খান
৩৬. জাহানারা বেগম সুরমা
৩৭. সাবিহা নাহার বেগম (সাবিহা মুসা)
৩৮. ফিরোজা বেগম চিনু
৩৯. সুচিত্রা তংঞ্চঙ্গ্যাঁ

 

উক্ত বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ নিশ্চিত করেন ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top