সকল মেনু

রেমিট্যান্স সেবায় ইসলামী ব্যাংকের স্বর্ণপদক লাভ

ঢাকা, ৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রেমিট্যান্স প্রবাহে সর্বোচ্চ অবদানের জন্য স্বর্ণপদক লাভ করেছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টার ফর এন আর বি’র পক্ষে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর নিকট এ পদক হস্তান্তর করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূত উইলিয়াম হানা, এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন ও সাবেক ডেপুটি গর্ভনর খন্দকার ইব্রাহীম খালেদ।

এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে ব্রান্ডিং করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ‘ব্রান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এন আর বি-এর সভাপতি এস এম শেকিল চৌধুরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top