সকল মেনু

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চাঁদপুরের আদালতে চার্জ গঠন

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: মন্ত্রী থাকাকালীন হোন্ডা, মোবাইল ফোন ছিনতাই ও পাঁচ লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার সকালে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমানের আদালতে মিলনের উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। এসময় মিলনসহ উপস্থিত অন্যান্য আসামীরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন। ২০০৭ সালের ৫ জানুয়ারি প্রতিমন্ত্রী থাকাকালীন মিলনসহ ১৯ জন চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামে ৯ নম্বর কড়ইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারীকে মারধোর করে তার মোবাইল ও হোন্ডা ছিনিয়ে নেন। এসময় তার কাছে আসামিরা পাঁচ লাখ টাকাও চাঁদা দাবি করে। ২০১০ সালের ২৪ এপ্রিল মিলন কারাগারে থাকাবস্থায় ওই বিষয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে এহসানুল হক মিলন চাঁদপুরের কচুয়া আদারতে বুধবার দুপুরে আরো চারটি মামরায় হাজিরা দিয়েছেন। এসব মামলার তিনটি ২০১৩ সালে এবং অপরটি ২০১১ সালে দায়ের করা। দাঙ্গা-হাঙ্গামা, চাঁদাবাজি, ছিনতাই, মারধোরের অভিযোগে ওইসব মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top