সকল মেনু

তজুমদ্দিনে ভোটের আগেই ভোট,আ’লীগের একক প্রার্থী নির্ধারণ

 ভোলা প্রতিনিধি:  প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ে এসে তজুমদ্দিন আ’লীগ একক প্রার্থী নির্ধারণ করা হয়েছে। বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে তৃণমূল ভোটের মাধ্যমে এ প্রার্থী নির্ধারণ করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু। তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে ৬ মার্চ বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।  আ’লীগ সমর্থিত চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। দল থেকে একক প্রার্থী নির্ধারণের লক্ষে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ও স্থানীয় নেতারা দফায় দফায় বৈঠক করেও কোন সমঝোতা পৌছতে পারেনি। অবশেষ ৫ মার্চ বুধবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে উপজেলা আ’লীগের কার্যালয়ে তৃণমূল নেতা কর্মীদের ভোটের মাধ্যমে আ’লীগের একক প্রার্থী নির্ধারণ হয়। উপজেলা কমিটির সকল সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক বৃন্দ গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন। ভোটে মাধ্যমে দলীয় সিন্ধান্ত পেলেন, চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অহিদুল্যাহ জসিম, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তজুমদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক লুৎফর নাহার মুন্নি। এ সময় নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, লালমোহন নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফখরুল হাওলাদার সহ আ’লীগের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ, এ নির্বাচনে উপস্থিত ছিলেন না উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন দুলাল ও ফখরুল আলম জাহাঙ্গির। নির্বাচনের ১শ’ ৩৬ ভোটের মধ্যে ১শ’ ১৭ ভোট কাষ্ট হয় এবং অহিদুল্ল্যাহ জসিম ১শ’ ১৭ ভোট পেয়েই আ’লীগের টিকিট লাভ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top