সকল মেনু

দুর্গাপুরে প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি বৃদ্ধির দাবীতে মানববন্ধন

 দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:  নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পাবলিক পলিসি ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নাগরিক সমাজ,আদিবাসী,শিক্ষক,শিক্ষাথী অভিভাবক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার জনগনের সমন্বয়ে নেত্রকোনা জেলায় প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি প্রদানে ৪৫% হারের পরিবর্তে ৯০% হারে উন্নীত করার দাবীতে এক মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয় বুধবার। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পাবলিক পলিসি ফোরামের আহবায়ক আলহ্বাজ রুহুল আমিন চুন্নু,নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান,পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, পেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম, প্রবীন রাজনীতিবীদ দূর্গাপ্রসাদ তেওয়ারী,সুজন সভাপতি অজয় সাহা,এডভোকেট মানেশ সাহা,শিক্ষক সমিতির সভাপতি দিলদার হোসেন খান,পেস্রক্লাব সম্পাদক তোবারক হোসেন খোকন,প্রধান শিক্ষিকা শামসুন্নাহার বেগম, স্বাবলম্বী দেশ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিদ্যুৎ কুমার দে প্রমুখ। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top