সকল মেনু

শ্রম আইন সংশোধনের তাগিদ মজীনার

ঢাকা, ৫ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) : বাংলাদেশে শ্রম আইন সংশোধনের তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বর্তমান শ্রম আইন যুগোপযোগী করে ইপিজেডে কার্যকর করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন।

জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই গুরুত্ব আরোপ করেন।

মজীনা বলেন, ‘জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে আরো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তবে বাংলাদেশের শর্ত পূরণের তৎপরতায় আমরা অভিভূত। বাংলাদেশ সকল শর্ত পূরণে সফল হবে বলে আশা করা যায়।’

তিনি আরো বলেন, ‘এই বৈঠক বাংলাদেশের পোশাক খাতকে সফলতার দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সহায়ক হবে।’
ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গার্বেন ডি জোং, কানাডার রাষ্ট্রদূত উইলিয়াম হানা, স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাডা, আইএলও প্রতিনিধি শ্রীনিবাস হৃদয় বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং শ্রম সচিব মিকাইল শিপার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top