সকল মেনু

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ‘অদ্ভুত জীব’

সিলেট, ৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার সন্তষ্ট  নয়। তাই বিএনপিকে আলোচনার জন্য বারবার আহ্বান জানানো হয়েছিল।কিন্তু বিএনপি সে আলোচনায় সাড়া দেয়নি। তারা তত্ত্বাবধায়ক সরকার নামক ‘অদ্ভুত জীব’ এর পেছনে ছুটেছে এবং এখনো ছুটছে। বুধবার দুপুরে সিলেটে কবি নজরুল ইসলাম মিলনায়তনে স্বেচ্ছাসেবি সংগঠন ‘সীমান্তিক’ আয়োজিত সংবর্ধনা শেষে উপস্থিত সাংবাদিকদের এক কথা বলেন অর্থমন্ত্রী। তিনি আরো বলেন,  তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিকল্প ভাবা উচিত বিএনপির। এর পেছনে ছুটে কোনো লাভ হবে না তাদের।   অর্থমন্ত্রী বলেন, বিএনপির যে সাংগঠনিক শক্তি, তা দিয়ে আন্দোলনের হুমকি ছেড়ে লাভ নেই। তাদের দিয়ে এদেশে কোন আন্দোলন হবে না। জনগণও নিশ্চিতভাবে তাদের আন্দোলনে সাড়া দেবেনা। নতুন মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় স্বেচ্ছাসেবি এই সংগঠনটি মুহিতকে সংবর্ধনার  আয়োজন করে। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রুপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top