সকল মেনু

বুড়িগঙ্গায় ওরিয়নের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে হাইকোর্টের স্থিতাবস্থা

ঢাকা, ৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদী দখল করে ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে তলব করেছেন। সর্বোচ্চ আদালতের রায় উপেক্ষা করে কিভাবে নদী দখল করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, তার ব্যাখ্যা দিতে ওই দুই কর্মকর্তাকে আগামী ৮ এপ্রিল সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এ- পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ রিটটি দায়ের করেন। এর আগে এ আইনজীবী বুড়িগঙ্গা নদী অবৈধ দখলমুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top