সকল মেনু

বাংলাদেশ ব্যাংক শাখার ফটকে জবি শিক্ষার্থীদের তালা

ঢাকা, ৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে তারা ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন।

বাংলাদেশ ব্যাংকের জায়গা ও ভবন বিশ্ববিদ্যালয়ের দাবি করে বুধবার তারা এর প্রধান ফটকে তালা দেন। তারা ব্যাংক ভবনকে বঙ্গবন্ধু একাডেমিক ভবন হিসেবে ঘোষণা দিয়েছেন। তারা ব্যাংক ভবনের সামনে ‘বঙ্গবন্ধু একাডেমিক ভবন’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছেন।

এদিকে, জবি হল পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক শরিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ভবন ও জায়গা এবং সমবায় কার্যালয়ের জায়গা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের আশ্বাস পেলে আমরা আন্দোলন থেকে সরে আসব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top