সকল মেনু

পাকিস্তানি নারী ক্রিকেট দলকে হারালো বাংলাদেশ

ঢাকা, ৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : এশিয়া কাপ ক্রিকেটে যখন বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানকে মোকাবেলা করছে, তখনই তাদেরকে আরেকটি প্রেরণাদায়ক ম্যাচ উপহার দিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। মঙ্গলবার কঙবাজারের নবনির্মিত আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের নারীরা ৪৩ রানের কৃতিত্বপূর্ণ জয় তুলে নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।

কঙবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করে সালমা খাতুনরা। শেষ পর্যন্ত ইনিংসের ৩ বল হাতে রেখেই অর্থাৎ ৪৯.৩ ওভারে ১৫২ রান করে অল আউট হয় বাংলাদেশ। দলের পক্ষে রুমানা সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়াও শায়লা ২২, নুজহাত ২৬ রান করে করেন। পাকিস্তানের পক্ষে কানিতা জলিল ৩ উইকেট নেন। এছাড়াও নিদা দার নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে লতা মন্ডল এবং জাহানারার নিপূণ বোলিংয়ে ৪৪.১ ওভারে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান শিবির। দলের পক্ষে আসমাভিয়া ইকবাল ৪০ রান করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে লতা মন্ডল ৪টি জাহানারা এবং ৩টি উইকেট নেন জাহানারা খাতুন। ফলে ৪৩ রানের সহজ জয় পায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। একইসঙ্গে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও যায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪৯.৩ ওভার ১৫২ (রুমানা ৪৪, তাসনিয়া ২৬, শায়লা ২২, ফারজানা ১০, লতা ১০, কানিতা ৩/২৬, নিদা ২/১৯, ইকবাল ১/১৯)

পাকিস্তান ৪৪.১ ওভার ১০৯ (ইকবাল ৪০, মারুফ ১৫, জাভেরিয়া ১২, লতা ৪/৩৫, জাহানারা ৩/২২, সালমা ২/১০)

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top