সকল মেনু

এভারেস্ট অভিযানে আবর্জনা ফিরিয়ে আনতে হবে

আন্তর্জাতিক ডেস্ক, ৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : এভারেস্ট অভিযানে গেলে এখন থেকে সঙ্গে করে ফিরিয়ে আনতে হবে আবর্জনা l সম্প্রতি নেপাল সরকার এমনই একটি নিয়ম চালু করেছে। যাতে বলা হয়েছে, এভারেস্ট জয় করে ফিরে আসার সময়ে অন্তত ৮ কেজি বর্জ্য নিয়ে নামতে হবে l

নেপাল সরকারের পর্যটন বিভাগ আগামী এপ্রিল মাস থেকে হিমালয় পর্বতারোহনের জন্য বেশ কিছু নতুন নিয়ম চালু করা হচ্ছে l তারই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল আবর্জনা পরিষ্কার l বলা হয়েছে অভিযানের দলের প্রতি সদস্যকে নিজেদের জিনিসপত্র ছাড়াও ৮ কেজি বর্জ্য এভারেস্ট থেকে ফিরিয়ে আনতে হবে l এই নির্দেশ অমান্য করলে শাস্তির বিধান রাখছে নেপাল সরকার l

পর্বত অভিযানের কয়েক দশক ধরে পৃথিবীর উচ্চতম এই শিখরে জমা হয়েছে অক্সিজেন সিলিন্ডার, মনুষ্য বর্জ্য, এমনকি আস্ত মানব দেহও l প্রচন্ড ঠান্ডার দরুন যেগুলো পচতে না পেরে তুষারবন্দি রয়েছে বছরের পর বছর l যার জেরে গোটা শৃঙ্গ জুড়ে বাড়ছে পরিবেশ দূষণ l

পরিবেশবিদ ও আরোহী দল দীর্ঘ দিন ধরে এভারেস্টকে আবর্জনামুক্ত করার দাবী জানিয়েছে l অবশেষে নেপাল সরকার সেই দাবী পূরণে পদক্ষেপ নিলো l আগামী মাস থেকে অভিযানের বেস ক্যাম্পে একটি কার্যালয় খোলা হবে। সেখানেই অভিযান থেকে ফিরে আসার সময় তাদের আবর্জনা জমা করতে হবে l

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top