সকল মেনু

বিকেলে ৪ দিনের সিলেট সফরে যাচ্ছেন অর্থমন্ত্রী

ঢাকা, ৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ দিনের সরকারি সফরে মঙ্গলবার বিকেলে সিলেট যাচ্ছেন। এদিন বিকেল ৪টায় তিনি রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত গুণী ব্যক্তিদের সম্মাননা অনুষ্ঠানে যোগদান করবেন এবং সন্ধ্যা ৬টায় শিবগঞ্জ সোনারগাঁও সেন্টারে ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

পরদিন বুধবার সকাল ৯টায় হাফিজ কমপ্লেক্স টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সিলেট শহরের সৌন্দর্য বর্ধন বিষয়ক সভা, সকাল ১০টায় কবি নজরুল অডিটোরিয়ামে সীমান্তিক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান, বিকেল ৩টায় এমসি কলেজ মাঠে কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা, ৫টায় নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশনে ‘নারী জাগরণে শ্রীমা সারদা দেবী’ অনুষ্ঠানে যোগদান করবেন।

৬ মার্চ সকাল সাড়ে ১০টায় এফবিসিসিআই আয়োজিত সেমিনারে যোগদান শেষে বেলা আড়াইটায় করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ডিজিটাল কম্পিউটার মেলার উদ্বোধন করবেন।

বিকেল সাড়ে ৩টায় পুরাতন মেডিকেল কলোনি মাঠে ওসমানী মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান, বিকেল ৫টায় শ্রীহট্ট সংস্কৃত কলেজ মাঠে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির প্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠানে অংশ নেবেন।

পরে সন্ধ্যা ৭টায় তিনি জেলা পরিষদের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (নাসিব) ও বিসিক কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন ৭ মার্চ মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top