সকল মেনু

ঢাকা কলেজ ছাত্রদের রাস্তা অবরোধ

ঢাকা, ৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এবং জটমুক্ত সেশনের দাবিতে শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবপ্রাচীর করে বিক্ষোভ সমাবেশ করেন।

আন্দোলনকারীরা বলেন, ঢাকা কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে অনেক চড়াই উতরাই পার হয়েও শিক্ষার যে ধারা বহমান রেখেছিল তা ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় করার পর থেকে মৃত্যুবরণ করেছে। ঢাকা কলেজে উচ্চ শিক্ষার নামে ৪ বছরের কোর্স এখন ৭ বছরে পরিনত করে দেশের শিক্ষা খাতকে এর যথাযথ মূল্যবোধ থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন সাধারণ শিক্ষার্থীর একটি দল শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। পরে তারা জাতীয় প্রেসক্লাব থেকে কলেজে ফিরে যান।

শিক্ষামন্ত্রী দাবি মেনে না নিলে আগামী ১১ মার্চ ঢাকা কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top