সকল মেনু

রপ্তানি বাণিজ্যকে বহুমুখি করতে ৪ দিনের শিল্পমেলা

ঢাকা, ৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : রপ্তানি বাণিজ্যকে বহুমুখিকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যে আগামী ৬ থেকে ৯ মার্চ চার দিনব্যাপী আর্ন্তজাতিক শিল্পমেলা অনুষ্ঠিত হবে।

এ মেলায় ২৫টি দেশ অংশ নেবে। স্টলে থাকবে গার্মেন্টস এক্সোসরিজ এবং প্যাকেজিং পণ্যের মেশিনারিজ গার্মেন্টসের বিভিন্ন কাঁচামাল।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলার আয়োজক বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), এএসকে ট্রেড অ্যান্ড এক্সজিবিশন প্রা. লি. ও জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল।

মেলায় ভারত, চায়না, পাকিস্তান, তাইওয়ান, অস্ট্রিয়া, জার্মানি, দুবাইসহ বিশ্বের ২৫টি দেশ অংশগ্রহণ করবে বলে জানানো হয়। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) প্রেসিডেন্ট রাফেজ আলম চৌধুরী বলেন, ‘আমরা এ মেলার আয়োজন করেছি ক্রেতা ও বিক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বলে।’

তিনি বলেন, মেলায় আগত দর্শকরা মেলার বিভিন্ন মেশিনারিজের সঙ্গে পরিচিত হতে পারবেন।
আর্ন্তজাতিক এ শিল্প মেলাটির শুভ উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মো. হাতেম।

সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএপিএমইএর সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মতি, বিজিএপিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি নাজিম উদ্দীন, ভারতের এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রা. লিমিটেডের নন্দ গোপাল, বিজিএপিএমইএর ডিরেক্টর হাসানুল করিম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top