সকল মেনু

হলফনামায় আশরাফের সাফাই আসলামুলে

ঢাকা, ৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : নির্বাচনে প্রার্থীদের হলফনামার মাধ্যমে রাজনীতিকদের চরিত্র হনন করা হচ্ছে এমন দাবি অভিযোগ করে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের সাফাই গাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সৈয়দ আশরাফুল ইসলাম। হলফনামায় দেওয়া সাংসদ আসলামুলের সম্পদ বিবরণী নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যে কারণে এমন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৫ মার্চ তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করা হয়েছে। সাংসদ আসলামুলের বিগত সরকারের মেয়াদে এলাকাবাসীর স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দাবি করে বলেন, আমি এলজিআরডি মন্ত্রী হিসেবে আসলামুলকে দেখেছি, যতদিন সে আমার সঙ্গে দেখা করতে গেছে, একদিনও নিজের জন্য আসেনি। যতদিন গেছে আপনাদের (এলাকাবাসী) জন্য গেছে। এই রাস্তা, ওই ড্রেন এসব নিয়ে; কিভাবে রাস্তাঘাট পরিস্কার থাকবে এসব নিয়ে। কিভাবে এলাকাবাসীর ভালো হবে। আসলাম আপনাদের এলাকার উন্নয়নে যত টাকার কাজ করেছে, আমি মন্ত্রী হয়েও আমার এলাকার উন্নয়নে এত টাকার কাজ করিনি।  কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য হলফনামার মাধ্যমে এখন রাজনীতিবিদের চরিত্র হরণ করা শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, হলফনামার মাধ্যমে একজন রাজনীতিবিদকে দুর্নীতিবাজ, দখলদার, সন্ত্রাসী হিসেবে দেখানো হচ্ছে। রাজনীতিবিদদের কলুষিত করতে এটা ব্যবহার করা হচ্ছে। এজন্য এই মন্ত্রী বলেন, আমি ইনকাম ট্যাক্স দেই, আপনারাও দেন। সেখানে আমার সব হিসাব-নিকাশ থাকে। কিন্তু আমি যখন নির্বাচনে অংশ নিতে চাই, তখন আমার ক্ষেত্রে আইনের ব্যতিক্রম ঘটে, এটা কেন হবে? আমি নির্বাচন করবো বিধায় আরেক আইন। আরেকজনের বেলায় আরেক আইন। এক দেশে এমন দুই আইন তো চলতে পারে না বলেও দাবি করেন তিনি। সেজন্য হলফনামার আইন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলেও অভিমত ব্যক্ত করেন এলজিআরডি মন্ত্রী আশরাফ। প্রসঙ্গত নির্বাচন কমিশনে দেওয়া প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য ধরে গণমাধ্যমে রাজনীতিকদের সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন কয়েকজনের সম্পদের অনুসন্ধানও শুরু করেছে। এদিকে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, তিনটি কারণে আমি দুর্নীতির উর্ধ্বে। আসলামুল বলেন, প্রথমত: জননেত্রী শেখ হাসিনার মনোনয়নের পর এখানকার (মিরপুর এলাকা) মানুষের ভালোবাসা ও ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। দ্বিতীয়ত: আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। তৃতীয়ত:  আমি তিন কন্যার বাবা। একজন ভালো বাবা হতে গেলে আমাকে জনগণের সেবা করতেই হবে। আমাকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতেই হবে। গতকাল সোমবার মিরপুরের গোলারটেক মাঠে মিরপুর, শাহ আলী ও দারুস সালাম থানা আওয়ামী লীগের তৃবার্ষিকী সম্মেলন উপলক্ষে এক সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ আসলামুল হক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top