সকল মেনু

মঙ্গলবার বিকেল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

ঢাকা, ৩ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : দশম সংসদের প্রথম অধিবেশনের ১৪তম কার্য দিবস শেষে সংসদের বৈঠক মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে সোমবার বিকেল ৫ টা ২১ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রায় ৩ ঘণ্টা অধিবেশন চলার পর রাত ৮ টা ৩৭মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। রোববার সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর ছাড়াও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হয়।

দশম সংসদের যাত্রা শুরু হয় ২৯ জানুয়ারি। চলবে ৩ এপ্রিল পর্যন্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top