সকল মেনু

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

মিরপুর, ৩ মার্চ (হটনিউজ২৪বিডি.কম : দ্বাদশ এশিয়া কাপের সপ্তম ম্যাচে আফগানিস্তানকে সহজেই হারিয়েছে শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২৯ রানে  জয় পেয়েছে সিংহের দল। এ জয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। টানা তিন ম্যাচ জিতে ফাইনালে উঠেছে তারা। সোমবার টসে জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ৬ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে। জবাবে আফগানিস্তান ১২৪ রানে গুটিয়ে ১২৯ রানে পরাজিত হয়। ম্যাচ সেরা নির্বাচিত হন কুমার সাঙ্গাকারা।   ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই থিরিমান্নেকে হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানে থিরিমান্নে (৫) শাপুর জারদানের বলে বোল্ড হন। দ্বিতীয় উইকেটে ৩৬ রান যোগ করেন সাঙ্গাকারা ও কুশল পারেরা। এরপর কুশল পারেরাকে সাজঘরের পথ দেখান মিরওয়িজ আশরাফ। তিন নম্বরে আসা মাহেলা বেশিক্ষণ টিকতে পারেনি। মিরওয়িজ আশরাফের দ্বিতীয় শিকারে পরিণত হবার আগে ১৪ রান আসে তার ব্যাট থেকে। চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। সাঙ্গাকারা ও চান্দিমাল দলকে ১৫৭ রান পযন্ত টেনে নেন। ৭৪ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। এ সময়ে সাঙ্গাকারা ৮৫তম একদিনের অর্ধশতক তুলে নেন। দলীয় ১৫৭ রানে শ্রীলঙ্কার চতুর্থ জুটি ভাঙ্গেন হামজা হোতাক। চান্দিমাল স্পিনার হামজা হোতাকের বলে ফিরে যাবার আগে ২৬ রান করেন। এরপর সাঙ্গাকারা ৭৬ রানে রান আউটের শিকার হন। ১০২ বলে ৬ বাউন্ডারি ও ১ ছ্ক্কায় ৭৬ রান করেন তিনি। সতীর্থদের বিদায়ের পর ব্যাট হাতে আফগান বোলারদের সামনে দাঁড়িয়ে পড়ে অধিনায়ক ম্যাথুস। ইনিংসের শেষ অবধি খেলে ম্যাথুস ৩৯ বলে ৪ বাউন্ডারিতে ৪৫ রান করেন । তাকে সঙ্গ দেন থিসারা পারেরা। ২৫ বলে ২৩ রান আসে পারেরার ব্যাট থেকে। সপ্তম উইকেটে ৫১ বলে ৬৯ রান যোগ করেন ম্যাথুস ও পারেরা। শেষ পযন্ত শ্রীলঙ্কা ৬ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে। বল হাতে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মিরওয়িজ আশরাফ। ২৫৪ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ৮ রান তুলতেই ওপেনার মোহাম্মদ শেহজাদকে হারায় আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে আজগর স্তানিকজাই ও নূর আলি জরদান ৪৭ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙ্গেন থিসারা পারেরা। ৫৩ রানে সাজঘরে ফিরেন আজগর স্তানিকজাই (২৭)। এরপরই আসা-যাওয়ার মিছিলে নামে আফগান ব্যাটসম্যানরা। ৫৩ থেকে ১২৪ রান পযন্ত যেতেই ৮ উইকেট হারায় আ্ফগানিস্তান। সর্বোচ্চ ৩৭ রান আসে মোহাম্মদ নবীর ব্যাট থেকে। শ্রীলঙ্কার বোলারদের তোপে সাত আফগানিস্তানের ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌছতে পারেনি। সিংহের দলের হয়ে ৩টি উইকেট নেন মেন্ডিস ও পারেরা। এছাড়া ২টি করে উইকেট নেন লাকমাল ও চাতুরাঙ্গ ডি সিলভা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top