সকল মেনু

রাবিতে হামলার বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

ঢাকা, ৩ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলার ঘটনায় অস্ত্রধারী ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে কি না তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিনকে এ বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি রাজশাহীব বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ ছাত্রদের ওপর হামলার ঘটনায় রিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকমল হোসেন ও নিজেরা করির সমন্বয়ক খুশী কবিরসহ ১৪ জন শিক্ষক ও মানবাধিকার কর্মী। এ রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত সোমবার এ আদেশ দেন।

গত ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স চালু ও ফি বাড়ানোর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনে হামলা চালানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top