সকল মেনু

পয়েন্ট ভাগাভাগি করলো রিয়াল-অ্যাথলেটিকো

স্পোর্টস ডেস্ক , ৩ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : স্প্যানিশ লা লিগায় পয়েন্ট ভাগাভাগি করলো রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। রোববার ২-২ গোলে ড্র হয়েছে এই জায়ান্টের লড়াই।

২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচের ২০টিতে জয় পেয়েছে স্প্যানিশ লিগের সফল এই দলটি। ৪ ড্র আর ২ হারের স্বাদ রয়েছে তাদের। তালিকার দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

শীর্ষে থাকা রিয়ালের থেকে ৩ পয়েন্ট কম রয়েছে অ্যাথলেটিকোর। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অবস্থান তৃতীয়। ২৫ ম্যাচে ১৯ জয় ও ৩ হারে তাদের পয়েন্ট ৬০। ৩ ম্যাচে ড্রও করেছে তারা।

রোববার ডার্বি ম্যাচে ৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। করিম বেনজামা গোল করে রিয়ালকে এগিয়ে নেন। ২৮ মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসান কোকে। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গাবি অ্যাথলোটিকোর লিড এনে দেন।২-১ গোলে পিছিয়ে পড়া রিয়াল ম্যাচের শেষ সময় গোল পরিশোধ করে ম্যাচ বাঁচায়। ৮২ মিনিটে গোল করেন সি.আর. সেভেন খ্যাত রোনালদো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top