সকল মেনু

ঢাকা ও চট্টগ্রামে নামছে ৫০০ ট্যাক্সিক্যাব

ঢাকা, ২ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা ও চট্টগ্রাম নগরবাসির দুর্ভোগ কমাতে পেট্রোলচালিত ৫০০ ট্যাক্সিক্যাব নামানো হবে। তবে প্রথম চালানে বাংলা নববর্ষে রাজধানীর সড়কে নামবে ৬০টি ট্যাক্সিক্যাব।

রোববার দুপুরে রাজধানীর শান্তিনগর থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনকালে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, আসন্ন নববর্ষ উপলক্ষে নগরবাসীর দুর্ভোগ কমাতে ঢাকা মহানগরীতে প্রাথমিকভাবে ৬০টি ট্যাক্সিক্যাব নামানো হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোট ৫০০টি ট্যাক্সিক্যাব নামানো হবে। এরমধ্যে ২৫০টি সেনাবাহিনী এবং ২৫০টি একটি প্রাইভেট কোম্পানির মাধ্যমে আনা হবে।

তিনি বলেন, প্রথম চালানে শুধু ঢাকা মহানগরীতে চলাচলের জন্য ৬০টি ট্যাক্সিক্যাব আনা হবে। এরমধ্যে ৩০টি সেনাবাহিনী ও ৩০টি একটি প্রাইভেট কোম্পানি আনবে। পরবর্তী চালানগুলোতে ঢাকা ও চট্টগ্রাম উভয় মহানগরীতেই চলাচলের জন্য ট্যাক্সিক্যাব আনা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top