সকল মেনু

ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ঢাকা, ২ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) :  ল্যাপটপ পুরনো হলে ব্যাটারির আয়ু ধীরে ধীরে কমতে থাকে।

এ ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়ে ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব।

* ল্যাপটপের ডিসপ্লে অতিরিক্ত চার্জ ব্যয় করে। এতে ব্যাটারির আয়ু দ্রুত কমে। তাই ল্যাপটপের উজ্জ্বলতা যতটা সম্ভব কমিয়ে রাখুন। কিবোর্ডের ব্যাকলাইট বন্ধ রাখুন।

* ইউএসবির মাধ্যমে ল্যাপটপে যুক্ত করার ডিভাইস, যেমন পেনড্রাইভ, এক্সটার্নাল ড্রাইভার, ইউএসবি কেব্‌ল্, ইউএসবি রাউটার ইত্যাদি লাগিয়ে রাখলে চার্জ দ্রুত শেষ হয়। কাজ শেষ হলে এ ডিভাইসগুলো সরিয়ে ফেলুন।

* ল্যাপটপ অতিরিক্ত গরম হলে এর ভেতরের পাখা দ্রুত ঘুরতে থাকে। এতে অতিরিক্ত চার্জ খরচ হয়। এই অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে ল্যাপটপ কুলার ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

* ল্যাপটপ স্ট্যান্ডবাই মোডে না রেখে হাইবারনেট মোডে রাখুন। এতে কিছুটা হলেও চার্জ সাশ্রয় হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top