সকল মেনু

রাশিয়াকে দুষলেন কেরি

 হটনিউজ ডেস্ক , ঢাকা:  বিশ্ব নেতাদের বাঁধা সত্বেও ইউক্রেনে সৈন্য পাঠাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকা সত্বেও তিনি সেখানে সৈন্য পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব বলেছেন, তারা সৈন্য প্রত্যাহার করবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়ার সাধারন নাগরিকদের উপর ও সামরিক বাহিনীর উপর হুমকি মেকাবিলার জন্য তিনি দক্ষিন ক্রিমিয়ায় সৈন্য মোতায়ন করেন। তবে ইউক্রেনের একজন সরকারি কর্মকর্তা এ কথা অস্বীকার করেছেন। পুতিনের এ অবস্থানের কারনে আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক খারাপ হতে পারে বলে ধারনাও করা হচ্ছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে ৯০ মিনিটের আলোচনায় আলাদা ভাবে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বারাক ওবামা বলেন, রাশিয়ার হস্তক্ষেপ ইউক্রেনের স্বাধীনতায় আঘাত হানলে তা রাশিয়ার জন্যও ভাল হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top