সকল মেনু

প্রথম উইকেটের ভারতের পতন

   স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ২ মার্চ :   ভারত-পাকিস্তানের দ্বাদশ এশিয়া কাপে বাঁচা-মরার লড়াই শুরু হয়েছে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ভারত টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে । হাফিজের করা তৃতীয় ওভারের শেষ বলে আউট হয়ে ফিরে যান শেখর ধাওয়ান (১০)। ক্রিজে রয়েছেন রোহিত (১৭) ও ভিরাট কোহলি (১)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩০ রান।

হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। গ্যালারি ভরে গেছে কানায় কানায়। আজকের এই ম্যাচে জয়-পরাজয়ের উপর নির্ভর করছে দ্বাদশ এশিয়া কাপের ফাইনালে খেলবে কোন দলটি।

ইতিমধ্যে উভয় দল একটি করে ম্যাচ জিতেছে। একটিতে হেরেছে।

ভারত দল : শেখর ধাওয়ান, রোহিত শর্মা, ভিরাট কোহলি, আমবাতি রাইডু, আজিঙ্কা রেহানে, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, তন্ময় মিশ্র, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি।

পাকিস্তান দল : শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়াইব মাকসুদ, বিসবাহ-উল-হক, উমর আকমল, শহিদ আফ্রিদি, মোহাম্মদ তালহা, উমর গুল, সাঈদ আজমল ও জুনাইদ খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top