সকল মেনু

ডিমলায় মেয়েদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

 মো. আমিররুজ্জামান, নীলফামারী ০২ মার্চ:  নীলফামারীর ডিমলায় শুরু হয়েছে দুই মাসব্যাপী মেয়েদের কারাতে প্রশিক্ষণ। মেয়েদের আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করেছে উদয়াঙ্কুর সেবা সংস্থা। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় শনিবার বিকেলে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ জামান। বিশেষ অতিথি ছিলেন থানার উপ-পরিদর্শক হাফিজুল ইসলাম ও উদয়াঙ্কুর সেবা সংস্থার গার্ল পাওয়ার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল। প্রশিক্ষণ কোর্সে প্রকল্প কর্মএলাকার বালিকা ও যুব নারী ফোরামের ২৫ জন সদস্য অংশগ্রহণ করছে। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন কামরুন্নাহার সাথী। পরবর্তীতে আরও কয়েকটি ব্যাচে মেয়েদের কারাতে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জনা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top