সকল মেনু

হযরত শাহ্ সলেমান শাহ্,র অন্ধ ভক্ত—আব্দুল কুদ্দুস

IMG_20140301_193711(1)আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম,(১মার্চ) ঢাকা:আব্দুল কুদ্দুস। মাথায় ঝাকড়া বাঁধা চুল।মায়াবী চেহারা । মুখে সদা মিস্টি হাসি।জন্ম ১৯৫৯ সালে,মুন্সীগঞ্জ জেলার টুঙ্গীবাড়ী থানার স্বনামধন্য দিঘিরপাড় গ্রামে। আধ্যাতিক এই মানুষটি চিশ্চিয়া তরিকায় বিশ্বাসী। ছোট বেলা থেকেই সততার বেষ্টনীতে বেড়ে উঠেছেন।শৈশব থেকে পরোপকারী আব্দুল কুদ্দুস পরিশ্রম করে রোজগার করে মা বাবা,ভাই বোনদের নিয়ে বসবাস করতেন। তিনি দুই যুগ ধরে ৩মন ওজনের বোঝা মাথায় করে আনা নেওয়া করতেন বলে সূত্র নিশ্চিত করে। আব্দুল কুদ্দুস আশেকান ফোরাম বাংলাদেশ (জাগতিক ও আধ্যাত্নিক মানব কল্যাণের সেচ্ছাসেবী সংগঠন),র ১৩নং উপদেষ্টা । ১৯৭৩ সালে চাঁদপুর জেলার মতলব থানাধীন বদরপুর বেলতলা নামক গ্রামে হযরত শাহ্ সলেমান শাহ্(লেংটা শাহ্)র দরবারে নিয়মিত আসা যাওয়া।এ মধ‌্যে আব্দুল কুদ্দুস কোরীয়া,হংকন, তাইওয়ান,সিঙ্গাপুর,ও মালায়এশিয়া ভ্রমন করেন। বর্তমানে তিনি মিরপুর লালমাটি বাজারে পানসুপারী বিক্রি করেন।২০০১ সাল থেকে তিনি ভাত খাওয়া বন্ধ করেন,যেটা এখনো অব্যহত। হৃদয়ে শুধু একটি মাত্র জিকির করেন , বাবা লেংটা শাহ্,বাবা লেংটা শাহ্,………………আমাকে তুমি নিও তরাইয়া। আমি তোমার মেহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top