সকল মেনু

ওয়ালটন প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড়

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ঢাকা, ১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম)  : জমে উঠেছে বাংলাদেশের বৃহত্তম বিসিএস আইসিটি কম্পিউটার অ্যান্ড মোবাইল মেলা।

গত ২৭ ফেব্রুয়ারি যমুনা ফিউচার পার্কে এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাংসদ সালমা ইসলাম এবং ওয়ালটনের কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের অ্যাসিসটেন্ট ডিরেক্টর অ্যান্ড ইনচার্জ মো. সিরাজুল ইসলাম।

মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে (৪ন/২০) ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ওয়ালটন প্যাভিলিয়ন থেকে সব ধরনের মোবাইল ও ট্যাবে ২ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

মেলায় পণ্য বিক্রি করে সন্তোষ প্রকাশ করেছেন ওয়ালটনের বিক্রেতারা।

উদ্বোধনী দিনে মেলা পরিদর্শন করেন ওয়ালটন প্লাজা ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ইভা রেজয়ানা। এ সময় ওয়ালটনের প্যাভিলিয়নের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আগামী ৮ মার্চ পর্যন্ত মেলাটি চলবে। দর্শনার্থী ও ক্রেতাদের জন্য প্রতিদিন সকাল ৮ থেকে রাত ১০ পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top