সকল মেনু

চীনের উপহার ৫০টি অ্যাম্বুলেন্স

ঢাকা, ১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অনুদান হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স দিয়েছে চীন।

জানা গেছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে অ্যাম্বুলেন্সগুলো উপহার হিসেবে দিয়েছে চীন সরকার।

সম্প্রতি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় অ্যাম্বুলেন্সগুলো। এখান থেকে ঢাকায় পৌঁছানোর পর তা সারাদেশে বিতরণ করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকায় আসার পর প্রধান কার্যালয় থেকে তা বণ্টন করা হবে।

অ্যাম্বুলেন্সগুলোতে অত্যাধুনিক সব সুবিধা রয়েছে। ইসিজি সাপোর্ট রয়েছে এগুলোতে। সেই সঙ্গে তিন ধরনের স্ট্রেচার রয়েছে প্রতিটি অ্যাম্বুলেন্সে। হেলিকপ্টার বা উঁচু ভবন থেকে রোগীকে নিরাপদে নামানোর জন্য বাস্কেট স্ট্রেচারও আছে। সব মিলে পাঁচ শতাধিক স্ট্রেচার পাঠিয়েছে চীন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, খুবই কম মূল্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সারাদেশে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে থাকে। দেশের সব মেট্রোপলিটন সিটি ও পৌর এলাকায় ১ থেকে ৮ কিলোমিটার পর্যন্ত প্রতি কল ১০০ টাকা, ৮ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত ১৫০ টাকা ও আন্তজেলা কলের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ৯ টাকা অ্যাম্বুলেন্স চার্জ নিয়ে নিয়ে সেবা থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top