সকল মেনু

অনলাইনে শিশু বিক্রির রমরমা ব্যবসা

আন্তর্জাতিক ডেস্ক, ১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : অনলাইনে শিশু বিক্রির রমরমা ব্যবসা চলছে চীনে। তবে এই ব্যবসাকে অবৈধ আখ্যা দিয়ে সে দেশের সরকার একটি প্রতিষ্ঠানকে বাজেয়াপ্ত করেছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠান থেকে ৩৮২ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এর আগেও শিশু কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক হাজার ৯৪ জনকে গ্রেফতার করে পুলিশ। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় শুক্রবার এ খবর জানায়। খবরে বলা হয়, চীনের ২৭টি প্রদেশে একযোগে অভিযান চালিয়ে চারটি শিশু পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এই ব্যবসার সঙ্গে জড়িত আরো কয়েকটি চক্রকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। তবে এসব চক্রের সাথে সন্তানহীন দম্পতিদের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ। তারা ( সন্তানহীন দম্পতিরা) শিশু কেনার জন্য উচ্চমূল্য দিতেও প্রস্তুত থাকেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, চারটি ওয়েবসাইট ও ৩০টি ম্যাসেজিং গ্রুপ শিশু চুরি এবং পাচারের সঙ্গে জড়িত। তারা দত্তক দেওয়ার নাম করে এই অবৈধ ব্যবসা চালাচ্ছে। প্রথমে পুলিশ বেইজিং ও জিয়াংশু প্রদেশে এ ধরনের একটি ওয়েবেসাইটের খোঁজ পায় । পরে ওই ওয়েবসাইটটির সূত্র ধরেই বাকিগুলো খুজেঁ বের করে পুলিশ। গ্রেফতারকৃতদের অনেকেই এই ব্যবসার সঙ্গে বহুদিন ধরে জড়িত বলে স্বীকারও করেছেন। বিক্রির জন্য এসব শিশুদের চুরি করে কিংবা দরিদ্র দম্পতির কাছ থেকে কিনে আনা হত। যাদের সন্তান লালন পালনের জন্য পর্যাপ্ত অর্থ নেই তারাই শিশু বিক্রি করে বলে পুলিশের রিপোর্টে উঠে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top