সকল মেনু

ইউক্রেনে দুটি বিমানবন্দর দখলে নিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ইউক্রেনের ক্রিমিয়ায় দুটি বিমানবন্দর দখল করে নিয়েছে রাশিয়ার আধাসামরিক বাহিনীর সদস্যরা। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

সংবাদ সংস্থা জানায়, রুশ সমর্থিত বন্দুকধারীরা নগরীর সরকারি ভবনগুলো দখলে নেয়ার একদিন পর এ ঘটনা ঘটল।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, রাশিয়ার আধাসামরিক বাহিনীর সদস্যরা এ সশস্ত্র দখলের জন্য দায়ী।

এদিকে ইয়ানুকোভিচের নিয়োগকৃত সেনাপ্রধানকে বরখাস্ত করেছে অন্তর্বর্তী ইউত্রেুন সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top