সকল মেনু

বিশ্বের সবচেয়ে লম্বা বিমান

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বিমানটি দেখলে যে কেউ প্রথমে ভুল করতে পারে। মনে হতে পারে এটি গ্যাসভর্তি বিশালাকারের একটি বেলুন। যেটি ইচ্ছেমতো আকাশে উড়ছে। কিন্তু আসলে এটি বেলুন নয়। এটি বিশ্বের সবচেয়ে লম্বা বিমান। যেটির উন্মোচন করা হয়েছে শুক্রবার। এটি নির্মাণ করেছে ব্রিটেনের সবচেয়ে বড় বিমান কোম্পানি হ্যাঙ্গার।

বিমানটি প্রায় ৩০২ ফুট লম্বা। যা এয়ারবাস এ-৩৮০ উড়োহাজাজ এবং বোয়িং ৭৪৭-৮ থেকে প্রায় ৬০ ফুট লম্বা। নতুন এ বিমানটি কার্গো-বিমান এন্টোনোভ এ্যান-২২৫ উড়োহাজাজ থেকে ৩০ ফুট লম্বা।

এন্টোনোভ এ্যান-২২৫ বিমানটি ছিলো এতোদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা বিমান। এ বছরেই এটি চলাচল শুরু করবে।
বিশ্বের এ সবচেয়ে লম্বা এ বিমানটি প্রয়োজন অনুযায়ী ভূ-পৃষ্ঠের যে কোনো স্থানে অবতরণ করতে সক্ষম। এছাড়া, প্রয়োজন হলে পানির ওপরেও অবতরণ করতে পারবে।

বিমানটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১০০ মিলিয়ন ডলার। এটি একইসঙ্গে ৫০ টন ওজন বহনে সক্ষম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top