সকল মেনু

সভাপতি মহসীন, সাধারণ সম্পাদক, জসীম

 আদালত প্রতিবেদক:  ঢাকা আইনজীবী সমিতির (২০১৪-১৫) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। তবে আইনজীবীদের এ নির্বাচনে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের। কেবল ছয়টি শুধু সদস্য পদে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। সভাপতি পদে নীল প্যানেলের মো. মহসিন মিয়া পেয়েছেন চার হাজার ৩৮৮টি ভোট। তার নিকটতম প্রতদ্বন্দ্বী সাদা প্যানেলের সাইদুর রহমান মানিক পেয়েছেন তিন হাজার ১৯০টি ভোট। সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের মোসলেহ উদ্দিন জসিম পেয়েছেন তিন হাজার ৬২৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের মো. মোশাররফ হোসেন পেয়েছেন তিন হাজার ৩১৬টি ভোট।  এছাড়া বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সিনিয়র সভাপতি মো. রেজাউল করিম। সহ-সভপতি মো. জহির রায়হান। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. ইউসুফ সরকার। সহ-সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান রঞ্জু। লাইব্রেরি সম্পাদক পদে আহমদ উল্লাহ আমান। সাংস্কৃতিক সম্পাদক রাফিসা আলম লাকি। দপ্তর সম্পাদক পদে মো. শহীদ গাজী নির্বাচিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুস সবুর। এসময় কোষাধ্যক্ষ পদে সাদা প্যানেলের প্রার্থী ভোট গণনায় অনিয়মের অভিযোগ আনলে শনিবার আবারো গণনা করে ফল ঘোষণা করা হবে বলে জানায় নির্বাচন কমিশনার।  তবে কাষাধ্যক্ষ পদেও নীল প্যানেলের মো. শামসুজ্জামান সাদা প্যানেলের মকবুল হোসেনের চেয়ে এগিয়ে আছেন।এরআগে বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ দুই দিনব্যাপী ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ১৪ হাজার তিনশ ১০ জন ভোটারের মধ্যে আট হাজার একশ ৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের এই নির্বাচনে ঢাকা আইনজীবী সমিতির ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৭১ জন প্রার্থী। এদের মধ্যে মূল লড়াই হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মধ্যে। তবে নতুন করে আবির্ভূত সবুজ প্যানেলের প্রার্থীরা কোনো পদেই ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top