সকল মেনু

নিম্নমুখী ধারায় ব্যাংক স্প্রেড হার

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : ব্যাংকগুলোর ঋণ ও আমানতে সুদহারের গড় ব্যবধান (স্প্রেড) কিছুটা নিম্নমুখী ধারায় রয়েছে। বছরের প্রথম মাস (জানুয়ারি) ব্যাংক স্প্রেড হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট। ডিসেম্বর শেষে যার পরিমাণ ছিল  ৫ দশমিক শূন্য ৬ শতাংশীয় পয়েন্ট। এক মাসের ব্যবধানে এ হার কমেছে শূণ্য দশমিক শূন্য ৭ শতাংশ। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে রাখার কথা থাকলেও তা মানছে না ২৪টি ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী রূপালী ব্যাংক, বিশেষায়িত খাতের বেসিক, বেসরকারি খাতের এবি, সিটি, আইএফআইসি, পূবালী, উত্তরা, ইস্টার্ন, প্রাইম, সাউথইস্ট স্যোসাল ইসলামী, ডাচ্-বাংলা, ওয়ান, বাংলাদেশ কমার্স, প্রিমিয়ার, ব্যাংক এশিয়া, যমুনা ও ব্র্যাক ব্যাংক এবং বিদেশি মালিকানার স্ট্যান্ডার্ড চার্টার্ড, হাবিব, সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, উরিসহ ও এইচএসবিসি ব্যাংকের স্প্রেড হার ৫ শতাংশের উপরে রয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারিতে রাষ্ট্রীয় মালিকানার চার ব্যাংকের স্প্রেড হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৪ শতাংশীয় পয়েন্ট। আগের মাসে ব্যাংকগুলোর স্প্রেডের ব্যবধান ছিল ৩ দশমিক ৪৭ শতাংশীয় পয়েন্ট। এ সময় বিশেষায়িত ব্যাংকগুলো স্প্রেড হার ৩ দশমিক ২৯ শতাংশীয় পয়েন্টে। আগের মাসে যা ছিল ৩ দশমিক শূন্য ৪ শতাংশীয় পয়েন্ট। এ সময় বেসরকারি ব্যাংকগুলোর স্প্রেড রয়েছে ৫ দশমিক ১৭ শতাংশীয় পয়েন্টে। আগের মাসে যা ৫ দশমিক ২৭ শতাংশীয় পয়েন্টে ছিল। আলোচ্য সময়ে বিদেশি ব্যাংকের স্প্রেড হার সবথেকে বেশি। ডিসেম্বর শেষে স্প্রেড ৮ দশমিক ৫৯ শতাংশীয় পয়েন্ট থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশীয় পয়েন্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top