সকল মেনু

উইক্রেনের দুটি বিমানবন্দর দখলে নিয়েছে রাশিয়ান সেনারা

আন্তর্জাতিক ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : উইক্রেনের ক্রিমেয়াতে অবস্থিত দেশটির প্রধান দুটি বিমানবন্দর মুখোশধারী অচেনা সশস্ত্রসেনারা দখল নিয়েছে বলে জানিয়েছ উইক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রালয়।

তারা আরও জানিয়েছে ওই সশস্ত্রসেনারা রাশিয়ান সেনাবাহিনীর উর্দি পরিহিত। তবে, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে তারা।

প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে বার্ত সংস্থা বিবিসি জানিয়েছে, রাশিয়ার নৌবাহিনীর পতাকা সম্বলিত একটি ট্রাকে করে ৫০ জন রাশিয়ান সেনা আসেন এবং বিমানবন্দরটির নিয়ন্ত্রন গ্রহন করে। ভ্লাদিমির নামের একজন স্বেচ্ছাসেবী বলেন, আমরা ওই সেনাদেরকে সহায়তা করছি যাতে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা যায়।

উল্লেখ্য, জনরোষের মুখে ক্ষমতাচ্যুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়োনোকোভিচ এখন রাশিয়ায় অবস্থান করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top